ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ডুয়েটে মৌন মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আজ বুধবার (০৮ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাখা ছাত্রলীগ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৃজনী।
মানববন্ধন ও মৌন মিছিলে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সৃজনীর সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আজাদ আলমসহ সৃজনীর অনন্যা সদস্যগণ।
ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান বলেন, প্রতিবাদ নয় ধর্ষণকে প্রতিরোধ করতে হবে। সবাই যদি এক হয়ে ধর্ষককে আইনের আওতায় এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে কমে যাবে ধর্ষণের পরিমাণ।
সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা সদা প্রস্তুত। সবাইকে ন্যায়ের পক্ষে থাকারও আহ্বান জানান তিনি।
সৃজনী সভাপতি আমিনুর রহমান বলেন, শুধু একটি বোন ধর্ষিত হয়নি ধর্ষণের শিকার হয়েছে পুরো সমাজ।তাই সকলকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তাঁর বাবা।