ভিন্নধর্মী পোশাক নিয়ে কুয়েটের সেই বিজ্ঞপ্তিতে ১৭টি ভুল!

  © সংগৃহীত

সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসের শেষদিন মজা করার জন্য পরেছিল কুয়েতি পোশাক! পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিন্নধর্মী এ আয়োজনের কারণে অনেকে প্রশংসা করেছেন। তবে সমালোচনাও করছেন অনেকে।

এদিকে, এ ঘটনার আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে বুধবার কুয়েট কর্তৃপক্ষ ভিন্নধর্মী সেই পোশাককে বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী উল্লেখ করে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন বলে দাবি করছেন। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সেই বিজ্ঞপ্তিতে একাধিক বানান, বাক্য গঠনসহ ১৭টি ভুল পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার চলছে সমালোচনা। ফেসবুকে সেই বিজ্ঞপ্তটি দিয়ে হুমায়ুন কবির নামে একজন লিখেছেন, ‘কুয়েটে কিছু বাংলার (!) শিক্ষক নিয়োগ দেবে, দ্রুত যোগাযোগ করুন!’ নিচে সেই বিজ্ঞপ্তির ভুল ও শুদ্ধ—উভয়টি তুলে ধরা হলো:

১) এতদ্বারা>এতদ্দ্বারা

২) অত্র>এ/এই

(৩) সকল শিক্ষার্থীদের>শিক্ষার্থীদের/ সকল শিক্ষার্থীকে

(৪) শিক্ষর্থীরা>শিক্ষার্থীরা

(৫) র‌্যালীতে>র‌্যালিতে

(৬) অংশ গ্রহণ>অংশগ্রহণ

(৭) শিক্ষর্থীদের>শিক্ষার্থীদের

(৮) ছাত্র কল্যাণ>ছাত্রকল্যাণ

(৯) প্রভোষ্ট>প্রভোস্ট

(১০) গ্রহন>গ্রহণ

(১১) সকল শিক্ষকগণকে>শিক্ষকগণকে/ সকল শিক্ষককে

(১২) সহযোগীতা>সহযোগিতা

(১৩) জারী>জারি

(১৪) তারিখঃ>/তারিখ:/

(১৫) প্রেরণ শব্দের প্র-এর আকারে মাত্রা হবে না

(১৬) হলোঃ>/হলো:/

(১৭) ডীন>ডিন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence