২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

হাবিপ্রবির স্টোর রুমে ইয়াবা সেবন, আটক ২

মাদক সেবনের অভিযোগে আটককৃতরা  © টিডিসি ফটো

হলে মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন স্টোর রুম থেকে বহিরাগত ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতদের নাম আসাদুজ্জামান সুমন (১৯) ও আলম হোসেন। সুমন বাশেরহাটের মহাবলীপুর এলাকার অহিদুল ইসলামেতর ছেলে। আলম দিনাজপুর সদরের উত্তর সাদীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাজউদ্দীন আহমেদ হলের গণরুম সংলগ্ন স্টোর রুম হতে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।