১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:১৩

প্লাস্টিক বোতল জমা দিলে মিলবে একটি ডিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

এখন থেকে ১০টি প্লাস্টিকের বোতল কিংবা ২৫টি পলিথিন জমা দিলেই মিলবে ১টি সিদ্ধ ডিম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এমন ভিন্ন ধর্মী পদক্ষেপ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হল প্রশাসন।

হল প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস দেখা গেছে হলটির আবাসিক শিক্ষার্থীদের মাঝে। তারা বলেন, এখন থেকে আমরা আর পলিথিন বা প্লাস্টিক জাতীয় ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা দিব যাতে করে হলের পরিবেশ ভালো থাকে।

এ ব্যাপারে হলের প্রভোস্ট ড. অসিত কুমার পাল বলেন, ছাত্ররা ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলে হলের পরিবেশ নষ্ট করে। হলের পরিবেশ আর নষ্ট না হয় তাই আমরা এমন পদক্ষেপ নিয়েছি। আমরা যেহেতু পলিথিনের ব্যবহার ঠেকাতে পারছি না সেক্ষেত্রে যদি পলিথিনগুলো একত্রে রাখতে পারি তাহলে পরিবেশের ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব।