খুনিদের আজীবন বহিষ্কার করায় কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছি: আবরারের মা

বুয়েটে ছাত্রলীগের অমানবিক নির্যাতনে নিহত আবরার ফাহাদের হত্যার ঘটনায় ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রয়াত আবরারের পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, যাই হোক না কেন আমার ছেলেকে তো আর ফিরে পাবো না। এরপরও  খুনিদের আজীবন বহিষ্কার করায় কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছি। এখন মামলাটি যেন দ্রুত শেষ করে রায় কার্যকর করা হয়। আর যেন কেউ আবরারের মত নির্যাতনের শিকার না হয়।

আবরারের ভাই আবরার ফাইয়াজ বলেন, দেরিতে হলেও বুয়েট প্রশাসন খুনিদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করেছে, এতে আমরা সন্তুষ্ট। এখন রায় হওয়ার বাকি।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করায় অন্য ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।


সর্বশেষ সংবাদ