তিন শিক্ষককে শোকজের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) তিন শিক্ষককে শোকজ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে এ বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ থেকে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগসহ ১১ দফা দাবি জানান শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আট লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগ ওঠে ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে।
নিয়োগ না পেয়ে ওই পরীক্ষার্থী ভিসির কাছে টাকা ফেরত চান। তাদের কথোপকথনের সেই অডিও ফেইসবুকে ভাইরাল হলে তিন শিক্ষক তাদের ফেইসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। এ কারণে তাদেরকে শো-কজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শো-কজ প্রাপ্ত শিক্ষকেরা হলেন বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া ব্যাপারী ও ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান।
বিষয়টিকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ দাবী করে শোকজ প্রত্যাহার, ঘুষ কেলেঙ্কারীর তদন্তসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চলমান রাখার ঘোষণাও দেন তারা।