২৩ অক্টোবর ২০১৯, ১৪:০৫

সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবের নাম ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস এন্ড ল্যাবরেটরী লিখা সম্বলিত নাম ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এন্ড ল্যাবরেটরী লিখা সম্বলিত নাম ফলকটির কিছু ভাঙা অংশ পড়ে আছে এবং উপাচার্য মহোদয়ের নামে ল্যাবের উদ্বোধনী ফলকটিও ইট দিয়ে ঘষামাঝা করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

এবিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো.বেলাল হোসেন জানান, পুজোর ছুটি শুরু হওয়ার আগে ল্যাবের নাম ফলকটি ছিলো । গত ১৩ ই অক্টোবর ছুটি শেষে এসে দেখি নাম ফলকটি নেই । কে বা কারা সেটিকে ভেঙ্গে ফেলে রেখে গিয়েছে তা জানা নেই। শুধু তাই নয় ল্যাবের এক পাশে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম স্যারের নাম সম্বলিত একটি উদ্বোধনী ফলক ছিলো সেটিকেও ইট দিয়ে ঘষা-মাজা করে নষ্ট করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ল্যাবের পাশে শিক্ষার্থীদের ফিল্ড কম্পাক্টেশনের কাজ চলছে সেটিরও কিছু অংশ নষ্টের চেষ্টা করেছে । কে কেন করেছে সেটা আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি মৌখিকভাবে আমি প্রক্টর স্যারকে জানিয়েছি, যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয় এবং ল্যাবের নিরাপত্তা যেন আরও জোরদার করা হয় ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন জানান, বিষয়টি আমি জেনেছি। যারা কাজটি করেছে তাদের ভাবা উচিৎ ছিলো যে এটা রাষ্ট্রীয় সম্পদ। আজকে ক্যাম্পাস বন্ধ তাই আগামীকাল খোঁজ নিবো। তারপর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে ।