কাল থেকে আবারো আন্দোলনে নামছে বুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে নামছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৪ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা চলাকালীন বুয়েটের শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালনের সময় একথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আবরার ফাহাদের খুনিদের বিচারসহ ১০ দফা দাবিতে টানা ৬দিন ধরে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে তারা তাদের আন্দোলন ২দিনের জন্য শিথিল করেছিল।
গণস্বাক্ষর কর্মসূচি পালন করা অবস্থায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে তাদের আন্দোলন দুই দিনের জন্য শিথিল করা হয়েছিল। যেহেতু সেই দুদিন আজ শেষ হয়ে যাচ্ছে তাই আগামীকাল থেকে (মঙ্গলবার) থেকে আমরা আবারও আন্দোলন শুরু করবো। তারা আরও বলেন, আমাদের দাবি ১০ দফা। এই ১০ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চুক্তি নিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের কারণ জানতে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিয়ে আবরারকে বেধরক পেটানো হয়। শনিবার দিবাগত রাত দুইটার দিকে শেরেবাংলা হলে একতলায় এবং দ্বিতীয় তলার মাঝখানের ফাঁকা জায়গায় আবরার ফাহাদের নিথরদেহ পড়ে থাকতে দেখা যায়। হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।