প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত আইআর শিক্ষার্থীদের
প্রক্টরের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০ টা থেকে অবৈধ নিয়োগ, স্বৈরাচারী আচরণ, অনৈতিকভাবে নম্বর কম দেয়াসহ বিভিন্ন অভিযোগে আইআর বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে তারা।
আন্দোলন স্থগিত প্রসঙ্গে এক শিক্ষার্থী জানান, ‘আমরা আমাদের আন্দোলন আপাতত স্থগিত করেছি। প্রশাসন থেকে আমাদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের দাবিগুলো লিখিতভাবে রেজিস্ট্রারের নিকট দিয়েছি এবং তিনদিনের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত তিনদিন পরে নেয়া হবে।’
এই শিক্ষার্থী আরো জানান, ‘বর্তমান প্রশাসনের ওপর আমরা আস্থাশীল। প্রশাসন বলেছেন তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে। আমরাও চাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হোক। কারণ ইতিপূর্বে আমরা কোনো ধরনের তদন্ত ছাড়াই শাস্তির মুখোমুখি হতাম, যেটি সম্পূর্ণ অনৈতিক একটি কাজ। আমরা চাইনা কারো সাথেই এমন হোক। তবে আমরা বিশ্বাস করি খন্দকার পারভেজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের যেহেতু প্রমান রয়েছে, প্রশাসন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’
এর আগে সকাল শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান। এসময় তিনি বলেন, ‘তোমরা অভিযোগগুলো লিখিতভাবে জমা দাও। আমরা তোমাদের সকল অভিযোগ এবং দাবি দাওয়া অবশ্যই শুনবো। কিন্তু সবকিছুর একটা আইনি প্রক্রিয়া রয়েছে। তোমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, খন্দকার পারভেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। অভিযোগ রয়েছে, তিনি তার চাচার ক্ষমতার জোরে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন।