০১ অক্টোবর ২০১৯, ১০:১৫

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

  © টিডিসি ফটো

উপাচার্য পদত্যাগ করায় আন্দোলন স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

এসময় সকল দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা উপাচার্য দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা দ্রুত পূরণ করার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বৈরাচারী আচরণ ও দূর্ণীতিসহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলো বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। টানা ১২ দিনের আন্দোলন শেষে গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য নাসিরউদ্দিন। এরই প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।