৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

স্থায়ী ক্যাম্পাসে ফিরল রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  © ফাইল ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাসে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি পার্বত্যবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহার। প্রধানমন্ত্রীর ঐকান্তিক সদিচ্ছা ও ভালোবাসায় এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা এতদিন কষ্ট করেছে। আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। তারপরও সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে আমরা এতদূর এগিয়ে এসেছি। ভবিষ্যতে আরো এগিয়ে যাবো। সকলে সহযোগীতায় আমরা আশা করি বিশ্ববিদ্যালয়টিকে একটা উন্নতমানের জায়গায় নিয়ে যেতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠান

একইসাথে তিনি অল্প সময়ের মধ্যে বাকি সকল ক্লাস স্থায়ী ক্যাম্পাসে চালু করার আশা প্রকাশ করে ব্যক্ত করে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন।