উপাচার্যের ভূত তাড়াল আন্দোলনকারীরা (ভিডিও)
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের ভূত তাড়িয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই ভুত তাড়ানো কর্মসূচি আয়োজন করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, ‘ছোটবেলা থেকে আমরা ভুতের গল্প শুনে বড় হয়েছি। গল্প অনুযায়ী ভুত নানাভাবে আমাদের ক্ষতিসাধন করে। উপাচার্যের ভুতও এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের এই আয়োজন।
এদিন বিকাল ৫টায় শিক্ষার্থীরা উপাচার্যকে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান। এর আগে বেলা সাড়ে ১১টায় তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।