২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮
উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, অন্যায় করলে রেফারি লাল কার্ড দেখায় এবং খেলোয়াড় মাঠ ত্যাগ করে চলে যায়। আমরাও লাল কার্ড দেখিয়ে অন্যায়কারী ভিসিকে তার অন্যায়ের খেলা বন্ধ করে পদত্যাগ করতে বলেছি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।