২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫

ইউজিসির নিকট উপাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ শিক্ষার্থীদের

  © ফাইল ফটো

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাদের।

এরইমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির কাছে উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের বিস্তর অভিযোগ তুলে ধরেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ও বুধবার তদন্ত কমিটি তাদের বক্তব্য নিয়েছেন। এছাড়া উপাচার্য, কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যও নিয়েছে।

জানা গেছে, বিভিন্ন পর্যায়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি, কেনাকাটা, শিক্ষার্থী ভর্তিসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন তারা। তুচ্ছ কারণে শিক্ষক-শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ বা বহিষ্কারের কথাও বলেছেন অনেকে। তদন্ত কমিটির কাছে বক্তব্য দেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা এতথ্য জানিয়েছেন।

চলমান আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, ভর্তি, কেনাকাটাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরমধ্যে এক সপ্তাহে তিন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

‘প্রশাসনের ইন্ধনে’ শিক্ষার্থীদের ওপর হামলা এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পদত্যাগকারী সহকারী প্রক্টর তিনজন হলেন মো. তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, নাজমুল হক খান।