২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

দোষীদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি

  © ফাইল ফটো

গত ২১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তদন্ত কমিটির প্রধান আব্দুর রহিম খান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদের নিকট এই রিপোর্ট জমা দেন।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আব্দুর রহিম খান বলেন, আমরা দুইদিন অপেক্ষা করেছি কিন্তু আহত কোনো শিক্ষার্থীরা বা প্রত্যক্ষদর্শী কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তাই আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

হামলার সময়ের যে সকল ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা যায়- কমিটি সে সকল ছবি এবং ভিডিও বিচার বিশ্লেষণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ছবি এবং ভিডিওতে দেখেছি ছাত্ররা আহত হয়েছে তবে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা যোগাযোগ না করায় আমরা হামলাকারীদের বিষয়ে তেমন বিচার বিশ্লেষণ করতে পারিনি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও আন্দোলন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলে হামলার শিকার হন শিক্ষার্থীরা। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয় এবং শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের নির্দেশেই হামলা করা হয়েছে। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর হামলার ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে শিক্ষার্থীরা তখনই জানিয়েছিলেন কমিটির সকল সদস্য উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই কমিটির প্রতি তাদের আস্তা নেই।