শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে পদত্যাগ করবে ভিসি!
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করলে পদত্যাগ করবেন বলে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাছে জানিয়েছেন প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন। ঐ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন।
এদিকে ভিসি প্রফেসর নাসির উদ্দিনের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। ঐ পদত্যাগের ঘটনা নিয়েই অনেকে ভেবেছেন ভিসি পদত্যাগ করেছেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসি শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বারবার পদত্যাগের মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছেন। বাস্তবে তিনি এখনও পদত্যাগ করেননি। এর আগে গত ২২ সেপ্টেম্বরও পদত্যাগের গুজব ছড়ানো হয়েছিল।
তদন্ত কমিটির ওই সদস্য জানিয়েছেন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, যদি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়, তবে তিনি পদত্যাগ করবেন।
কারণ তাদের কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। সুষ্ঠুভাবে ভিসির দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চরমভাবে অপমানিত হয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অশোভন আচরণ তাকে অসম্মানিত করেছে। তাদের বিরুদ্ধে মামলা না হলে তিনি পদত্যাগ করবেন না বলেও উল্লেখ করেন ভিসি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলন ৮ম দিনে গড়ালেও ভিসির পদত্যাগের বিষয়টি ধোয়াশার মধ্যেই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে বশেমুরবিপ্রবিতে অবস্থান করছে ইউজিসির পাঁচ সদস্যের একটি তদন্ত দল। তাদের পর্যবেক্ষণের ওপরই নির্ভর করবে কি ঘটতে যাচ্ছে।