০৯ জুলাই ২০১৯, ১৪:২৮

পাবিপ্রবিতে বিভিন্ন দাবিতে লোকপ্রশাসনের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  © টিডিসি ফটো

শিক্ষক সংকট নিরসনসহ বেশ কয়েকটি দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

দাবিগুলোর মধ্যে ছিল- লোকপ্রশাসন বিভাগের স্থবিরতা নিরসন, সেশনজট দুর করা, শিক্ষক সংকট থেকে উত্তরণ এবং দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া, অফিসের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, শ্রেণীকক্ষের সংকট দুর করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করা লোকপ্রশাসন বিভাগ প্রতিষ্ঠার শুরু থেকেই অবহেলিত। দীর্ঘ প্রায় চার বছর হয়ে গেলেও কমেনি সেশন জট। একটি ডিপার্টমেন্ট পরিচালনার জন্য যে পরিমাণ শিক্ষক প্রয়োজন তা নেই। রয়েছেন মাত্র তিনজন শিক্ষক- শিক্ষকা। ক্লাস সুষ্ঠুভাবে করার জন্য নেই প্রয়োজনীয় ক্লাস রুম। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন,অন্যান্য বিভাগের চেয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে অবহেলার চোখে দেখা হয়। এ সময় তারা আশাবাদ করে বলেন,আমাদের সকল সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে আমরা আশা করি।

বেলা ১১ টায় অবস্থান কর্মসূচি শেষে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে এবং তার দ্রুত সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর তারা একটি স্মারকলিপি প্রদান করেন।