৩১ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সামরিক প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি নদীতে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি সাদা গেঞ্জি ছিল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকালে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হন। এসময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।
খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তীব্র স্রোত সত্ত্বেও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নাইমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাড়ি নাটোর জেলায়।