৩০ জানুয়ারি ২০২৬, ২২:১৩

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন   © টিডিসি ছবি

আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ (আইসিইসিটিই)-২০২৬ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই কনফারেন্স আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরণের কনফারেন্স আমাদের অংশগ্রহণের পাশাপাশি প্রশ্ন করার এবং বিশ্বের সাথে সংযুক্ত হবার সুযোগ তৈরি করে দিয়েছে। টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদ কর্তৃক আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ড. ইয়োশিনোরি নামিহিরা, কারিগরি পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামান, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির কারিগরি সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের দেওয়া তথ্যমতে, কনফারেন্সে উপস্থাপনের জন্য মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। নিবিড় পর্যালোচনার পর সেখান থেকে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ সশরীরে সেশনগুলোতে উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মানসম্পন্ন আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশিত হবে।

কনফারেন্স চেয়ার ও ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ জানান, কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের স্বনামধন্য অধ্যাপকেরা কনফারেন্সে ‘কি-নোট’ স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করছেন।

কনফারেন্সটির কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন। এছাড়া পৃষ্ঠপোষকতা করছে সরকারের আইসিটি ডিভিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কারিগরি সেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও আজ ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন। আগামীকাল ৩১ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই কনফারেন্স শেষ হবে।