ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলের প্রার্থীর লাশ উদ্ধার
সিলেটের লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসআব আমীন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এর তিন ঘণ্ট পর বিকাল ৪টার দিকে ডুবন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। বিকালে বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ-এমন খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে পানি থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পরে আমরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪টা ৩৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, প্রাথমিক প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।
মৃত মুসআব আমীন স্থগিত হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
মুসআব আমীনের সাথে ঘুরতে যাওয়া সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, আমরা কয়েকজন সিলেটের লালাখাল ঘুরতে গিয়েছিলাম। সেখানকার জিরো পয়েন্ট এলাকায় বেলা একটার দিকে নদীতে গোসল করতে নামি সবাই। ১০ মিনিট পর মুসআবকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর খোঁজাখুজি শুরু করি। না পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, পুলিশ সুরতহালের একটি প্রতিবদেন তৈরি করবেন। এরপর তারা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠাবে। ইতোমধ্যে ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসতেছেন।