২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিকেল সেন্টার

হাবিপ্রবির মেডিকেল সেন্টার  © টিডিসি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কার্যত ফাঁকা থাকলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের দেখা গেছে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত অবস্থায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এমন পরিস্থিতি দেখা যায়। 

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক থাকলেও ক্যাম্পাসের স্থায়ী মেডিকেল সেন্টারে কোনো চিকিৎসক বা পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে আগত অসুস্থ পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইতোমধ্যেই গতকাল হঠাৎ অসুস্থ হয়ে একজন অভিভাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পর্যাপ্ত চিকিৎসক এবং মেডিকেল সেন্টারে মানসম্মত সেবা না পাওয়ায় তার এই মৃত্য হয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তা-ই নয় ইর্মাজেন্সি কোনো রোগীকে ভর্তি করানোর সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা না দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজে রোগীদের পাঠানোর অভিযোগও রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই মেডিকেল সেন্টারের চিকিৎসকদের বিরুদ্ধে।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি থাকলেও মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।অভিভাবকদের অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় ক্যাম্পাসে পূর্ণাঙ্গ মেডিকেল টিম থাকা জরুরি ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সহকারী মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিজেও জানি না, পরীক্ষাকেন্দ্রে আমাদের কাজ কি? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমরা কেন্দ্রে বসে আছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।