নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
ক্যাম্পাসে নেশাগ্রস্ত অবস্থায় শৃঙ্খলা পরিপন্থী আচরণের দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীর নাম মোজাক্কির মনোয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।
অফিস আদেশে বলা হয়, মোজাক্কির মনোয়ার, শিক্ষাবর্ষ ২০২৩-২৪, ওশানোগ্রাফি বিভাগ কর্তৃক গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ক্যাম্পাসের ভেতর রাতের বেলায় নেশাগ্রস্ত অবস্থায় একজন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করার বিষয়ে ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬৮তম সভা ও ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুষ্ঠিত ৬৯তম সভার সিদ্ধান্তক্রমে নিম্নোক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হল।
এতে শাস্তি হিসেবে উল্লেখ করা হয়, এই শিক্ষার্থীকে ঘটনার দিন (২৩ অক্টোবর ২০২৫) থেকে পরবর্তী ১ বছর বা দুই টার্মের (যেটি ন্যূনতম) জন্য বহিষ্কার করা হলো। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক ন্যূনতম ৫টি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিতে হবে এবং ডোপ টেস্টের রিপোর্ট জমা দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে বা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে অভিযুক্ত ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোজাক্কির মনোয়ার ক্যাম্পাসে নেশাগ্রস্ত অবস্থায় এক শিক্ষার্থী এবং পরবর্তীতে শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ করেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত সাপেক্ষে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।