প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা আকাশের নিচে বাণী অর্চনা
প্রতিষ্ঠার দুই যুগ পার হলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এখনো সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো স্থায়ী মন্দির গড়ে ওঠেনি। ফলে সরস্বতী পূজা বা বাণী অর্চনার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন অস্থায়ী স্থানের ওপর। এতে একদিকে ধর্মীয় চর্চায় ভোগান্তি বাড়ছে, অন্যদিকে দীর্ঘদিনের এই অবহেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভও জমেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের শিক্ষার্থীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সন্তোষ রানী দিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী পূজা মন্ডব বানিয়ে এ বছর সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় সনাতন শিক্ষার্থীরা পূজার আয়োজন করেন। এবারও একই চিত্র দেখা গেছে। নিজস্ব কোনো উপাসনালয় না থাকায় পূর্ণাঙ্গভাবে এই ধর্মীয় আয়োজন অংশগ্রহণে সবসময় বাড়তি সময় ও ভোগান্তি সৃষ্টি হয়ে থাকে বলে জানান তারা।
ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী উত্তম বলেন, এর আগে একবার জননেতা আব্দুল মান্নান হলের মাঠে সরস্বতী পূজার আগের দিন অস্থায়ীভাবে একটি মন্দির স্থাপন করে গভীর রাত পর্যন্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়। কাজ শেষ করে সবাই নিজ নিজ বাসায় ফিরে যান। পরদিন সকালে এসে তারা দেখেন, রাতের বৃষ্টি ও ঝড়ে পুরো আয়োজনই ভেস্তে গেছে। পরে বাধ্য হয়ে লাইব্রেরি ভবনের নিচে নতুন করে আবার সব আয়োজন সম্পন্ন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীরা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত হওয়া জরুরি। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ধর্মীয় স্বাধীনতা যেমন নিশ্চিত হবে। উপাচার্য বদলান, নতুন উপাচার্য আসেন, কমিটি গঠিত হয়—কিন্তু মন্দির আর হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেনের সময়েও মন্দির নির্মাণে একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে সেই কমিটির কার্যক্রম থেকে মন্দির নির্মাণের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি।
এ বিষয়ে কমিটির দায়িত্বপ্রাপ্ত এক অধ্যাপকের সঙ্গে কথা বলে মন্দিরের সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি জানান, আগের সব কার্যক্রম বাদ দিয়ে নতুন উপাচার্যের মাধ্যমে নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করতে হবে।