২৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪১

‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা বাধ্য হয়ে আওয়ামীপন্থীদের আশ্রয় নিত’

বর্ধিত সাদা দলের সংবাদ সম্মেলন, ইনসেটে সংগঠনটির সভাপতি  © টিডিসি ছবি

আওয়ামী লীগ সরকারের সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকে জাতীয়তাবাদী আদর্শের থাকলেও ‘জিম্মি’ অবস্থার মত আওয়ামীপন্থী শিক্ষকদের আশ্রয় নিতে বাধ্য হত বলে মন্তব্য করেছেন সদ্যগঠিত বর্ধিত সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মু. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাদা দল থেকে বাইরে নতুন করে দল গঠনের বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকরা দীর্ঘদিন একটি কার্যকর ও নিরাপদ প্ল্যাটফর্মের অভাবে বাধ্য হয়েই অন্য দলের আশ্রয় নিয়েছেন।

বর্ধিত সাদা দলে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য উপস্থিতির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে বর্ধিত সাদা দলের সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একটা সময় ফ্যাসিস্ট আমলে তারা এরকমভাবে নিয়োগ দিত যে যারা নিরপেক্ষ ছাত্র-ছাত্রী বা মেধাবী তাদের নিয়োগ পাওয়ার কোন সুযোগ ছিলো না। তোমরা তো নিজেরাই ছিলে, এখানে নিরপেক্ষ কোন লোকের চাকরি পাওয়ার সুযোগ ছিলো না। ফলে প্রভাষক যারা নিয়োগ পেত প্রশাসন তাদের এত চাপে রাখত এবং মত প্রকাশের স্বাধীনতা এত রূদ্ধ করেছিল যে তাদেরকে কোন না কোন একটা দিকে আশ্রয় নিতে হত, অনেকটা জিম্মির মতো। কিন্তু তারা মনে-প্রাণে, মতে সবকিছুতে জাতীয়তাবাদী আদর্শ লালন করত।

তিনি আরও বলেন, তাদের চাকরি পাওয়ার জন্য শিক্ষাজীবন শেষে তাদেরকে কোন না কোন কিছুর সাথে, যেহেতু সিনিয়র শিক্ষক যারা ছিল তাদের মতের বাহিরে যাওয়া যাচ্ছিল, না ফলে তাদেরকে এটাচ হতে হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যে সংগঠন গঠন করেছি, এখানে যারা মনে-প্রাণে জাতীয়তাবাদী আদর্শ লালন করে কিন্তু পরিবেশের অভাবে প্রকাশ করতে পারে নাই, ওই সমস্ত লোক আমাদের সাথে এসেছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, জুলাইয়ের পর আমরা যে রকম বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম সেটা পায়নি। অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে এখানে বৈষম্য রয়ে গিয়েছে। জাতীয়তাবাদী আদর্শকে বর্ধিত করার জন্য আমরা ডাক দিয়েছি, যারা এসেছে সবাইকে নিয়ে আমরা একটা ছাত্র-ছাত্রী, শিক্ষকবান্ধব ও গবেষণাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।

সংবাদ সম্মেলনে বর্ধিত সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা করা হয়।