২২ ডিসেম্বর ২০২৫, ২০:৪০

দুই সপ্তাহে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে যত আবেদন পড়ল

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত লোগো  © টিডিসি সম্পাদিত

‎জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান রয়েছে। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ‎সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইউনিটে মোট ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক আবেদনের সংখ্যা অনুযায়ী ‘এ’ ইউনিটে ১,০৬,৫৩৮ জন, ‘বি’ ইউনিটে ৫৭,৪৫৭ জন এবং ‘সি’ ইউনিটে ১৪,৮৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

‎এদিকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।

এরআগে, গত ১০ ডিসেম্বর থেকে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়।