পথশিশুদের মাঝে ‘সিআরসির’ ঈদবস্ত্র বিতরণ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় সংগঠনটির বশেমুরবিপ্রবি শাখার সেচ্ছাসেবীরা ৭০ জন ছিন্নমূল শিশুদের মাঝে এই নতুন পোশাক বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ‘সিআরসি’ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাকিব আহমেদ এবং বশেমুরবিপ্রবি শাখার সভাপতি শিকদার মাহাবুব, সাধারণ সম্পাদক সোহানা জামান, সাংগঠনিক সম্পাদক হানা দাড়িয়াসহ সাধারণ সদস্য রিদম, কাজী সুরাইয়া প্রমুখ।
সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি সিকদার মাহাবুব জানায়, ‘আত্মার দায়বদ্ধতা থেকেই এ পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। এর থেকে আনন্দের কাজ আছে বলে আমার মনে হয় না। আমাদের সকলের পথশিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন সিকদার।
সংগঠনটির সাধারণ সম্পাদক সোহানা জামান বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমরা ওদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছি।
উল্লেখ্য, ছিন্নমূল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালের প্রথম দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে সিআরসি। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই কার্যক্রম।