১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮

যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ওসমান হাদির শাহাদাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিতর্ক মানেই যুক্তি ও পাল্টা যুক্তির সুস্থ চর্চা। এখানে ব্যক্তিগত আক্রমণ কিংবা বিদ্বেষের কোনো স্থান নেই। মহান স্বাধীনতা, জুলাই আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তিনির্ভর বিতর্ক হবে—এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং তার শাহাদাত কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না।

রায়হান রিফাত ও সায়মা রহমান তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির কো-কনভেনর শাহবাজ আহমেদ।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় সমসাময়িক ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও যুক্তির লড়াই প্রদর্শন করছেন। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি বিতার্কিক দল অংশগ্রহণ করছে।