২৪ মে ২০১৯, ২০:৩৪

সাড়ে ১৫ একর জমি পেল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের ১৫.৪৩ একর জমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রেজিস্ট্রিকৃত দানপত্রমূলে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জামালপুর শহরে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মির্জা আজম এমপির বাসভবনে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মির্জা আজম এমপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে কলেজের ১৫.৪৩ একর জমি, স্থাবর, অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রিকৃত দানপত্রমূলে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম মুস্তাফিজুর রহমান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেলান্দহ সাব-রেজিস্ট্রিার মঞ্জুরুল ইসলাম, সমাজ সেবক এবং বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার উপদেষ্টা জনাব মো. উবায়দুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ছানোয়ার হোসেন ছানু এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।