গণতন্ত্র হলের অফিস আদেশে লেখা হলো ‘শেখ হাসিনা হল’!
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি অফিস আদেশকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গণতন্ত্র হলের জারি করা অফিস আদেশে ‘শেখ হাসিনা হল’ নাম ব্যবহৃত হওয়ায় হলের নাম পরিবর্তন-সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
আজ ১৭ ডিসেম্বর (বুধবার) গণতন্ত্র হলের অফিস আদেশে হল প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানুর স্বাক্ষরিত নোটিশে গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থীদের শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হলের কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বরে মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন আগেই শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘মাতৃভাষা’ রাখা হলেও সম্প্রতি জারি করা অফিস আদেশের কাগজে গণতন্ত্র হলের প্রভোস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে ‘শেখ হাসিনা হল’। ফলে নাম পরিবর্তনের প্রশাসনিক বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশের দাবি, নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও অফিসিয়াল নথিতে অন্য হলের পুরোনো নাম ব্যবহার করা হলে তা বিভ্রান্তি সৃষ্টি করে এবং সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন ওঠে।
এ ব্যাপারে হল প্রভোস্টের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেনি।
তবে সহকারী হল প্রভোস্ট তাসকিন নূর তূর্ণা জানান, এ ব্যাপারে তিনি জানেন না। এখন অবধি তিনি অফিস আদেশের নোটিশটি দেখেনি।