১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১

চুয়েটে সাংবাদিক সমিতির ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়েট সাংবাদিক সমিতি  © টিডিসি ফোটো

প্রতিষ্ঠার উনিশ বছর পেরিয়ে বিশ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। 

এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে  উক্ত অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়েট সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, 'নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকির মধ্যেও চুয়েট সাংবাদিক সমিতি দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড জাতীয় গণমাধ্যমে তুলে ধরে যেমন চুয়েটের ভাবমূর্তি উজ্জ্বল করছে,তেমনি বিভিন্ন অনিয়ম ও সমস্যা তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও যাতে তাদের এ উদ্যম অব্যাহত থাকে,আমি এই আশাবাদ ব্যক্ত করি।'

সাংবাদিক সমিতির সভাপতি আসহাব লাবিব বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, বিশ্ববিদ্যালয়ে ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ চুয়েটের সামগ্রিক স্বার্থে কাজ করে আসছি।দীর্ঘ পরিশ্রমের পর আজ চুয়েট সংক্রান্ত যেকোনো নিউজে আমরা ছাত্র, শিক্ষক সহ সকলের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি। প্রাক্তন সদস্যদের দিকনির্দেশনায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা প্রায় দুই যুগের অতি সন্নিকটে।চুয়েট সাংবাদিক সমিতির আগামীর পথচলা মসৃণ হোক সেই কামনা করি।'

উল্লেখ্য, ২০০৬ সালের ১৬ ডিসেম্বর চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ।বর্তমানে সমিতিতে পঁচিশটিরও বেশি হাউজের প্রতিনিধি কাজ করছেন।