চুয়েটে শুরু হয়েছে স্থাপত্যবিদ্যার দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে '3rd International Conference on Green Architecture' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। স্থাপত্যবিদ্যার দুই দিনব্যাপী এ সম্মেলনটি চলবে আজ ৫ ডিসেম্বর পর্যন্ত। চুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রীন আর্কিটেকচার সেল এর যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হচ্ছে বলে জানা যায়।
গতকাল (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তরের প্রধান মোঃ খালেকুজ্জামান চৌধুরী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমাম, সম্মেলনের সভাপতি ও বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান জোয়ার্দার, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমেদ, সম্মেলনের সহ-সভাপতি ও চুয়েটের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ, সম্মেলনের সেক্রেটারি ও চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী সহ আরো অনেকে।
সম্মেলনের ব্যপারে চুয়েট উপাচার্য বলেন, 'তরুণরাই টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা। তরুণদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিই আগামী দিনের বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে। আজকের বিশ্বে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানদানকারী প্রতিষ্ঠান নয় বরং উদ্ভাবন, নীতি প্রভাব এবং শিল্পখাতকে রূপান্তরিত করার চালিকাশক্তি। এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।'
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১২ টা থেকে শুরু হয় আমন্ত্রিত অতিথিদের মূল বক্তব্য উপস্থাপন। এতে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেনবোর্ন এর আর্কিটেকচার, বিল্ডিং এন্ড প্ল্যানিং ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ড. মাসা নোগুচি (Masa Noguchi) এবং আরবানা বাংলাদেশ এর প্রধান স্থপতি আর কাশেফ মাহবুব চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপনের পর সম্মেলনে মোট দুইটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
টেকনিক্যাল সেশনের পাশাপাশি সম্মেলনের সৌন্দর্যবর্ধনে একটি বিশেষ আয়োজন ছিল স্থাপত্য শৈলী প্রদর্শনী। এ আয়োজনে চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের তৈরিকৃত নানান স্থাপত্য শৈলী প্রদর্শন করা হয়। টেকনিক্যাল সেশনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
সম্মেলনের বিষয়ে চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলন সেক্রেটারি অধ্যাপক ড. সজল চৌধুরী বলেন, ‘এ ধরনের সম্মেলনের মূল উদ্দেশ্য মূলত শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করা এবং উপস্থাপিত গবেষণা যাতে ভবিষ্যতে দেশ ও বিশ্বের কল্যাণে ব্যবহৃত হয়। বর্তমানে অবকাঠামোগত কাজে অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে পরিবেশ দূষণ হয়। আমরা পরিবেশবান্ধব ভাবে করার জন্য আগ্রহী করতে এ সম্মেলনের আয়োজন করেছি। সম্মেলনে দেশ-বিদেশের বিখ্যাত গবেষক, বিজ্ঞানী, শিক্ষক ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছিলেন। এর মাধ্যমে তাঁদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ এবং জ্ঞান আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। '
উল্লেখ্য, স্থাপত্য বিভাগের উক্ত সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষক অংশ নেন। দুইদিনব্যাপী উক্ত সম্মেলনে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া আরও থাকবে পোস্টার প্রদর্শনী, একটি যৌথ আন্তর্জাতিক পিএইচডি গবেষণ গবেষণা সেমিনার এবং এনভায়রনমেন্ট আর্কিটেকচার এর উপর ৫টি প্যারালেল কর্মশালা। বিভিন্ন দেশ থেকে ৬টি পিএইচডি গবেষণা উপস্থাপিত হবে। সম্মেলনে মোট ১৫০টি পেপার জমা পড়ে, এর মধ্যে ২দিনে ১৬টি সেশনে ৮০টির অধিক পেপার উপস্থাপিত হবে এবং ৪০টির অধিক পোষ্টার উপস্থাপিত হবে।
আন্তর্জাতিক এ সম্মেলনটিতে নিপ্পন পেইন্ট, বিএসআরএম, সেভেন রিংস সিমেন্ট,ডিবিএল,বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, স্টেলা লাক্সারি স্যানিটারি ওয়ার, টেকনো আর্ট সফটওয়ার ও নেসলে পৃষ্ঠপোষকতা করেছে।