সিসিডিভি জলবায়ু স্কলারশিপ পেলেন হাবিপ্রবি শিক্ষার্থী মনোতোষ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মনোতোষ কুজুর সম্প্রতি সিসিডিবি জলবায়ু পরিবর্তন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৫-এ নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এই স্কলারশিপ প্রোগ্রামটি জার্মান সংস্থা ব্রট ফুর দি ভেল্ট অর্থায়নে ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) আয়োজন করেছে। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে ২৫০-এরও বেশি আবেদন জমা পড়েছিল। চার ধাপে যাচাই-বাছাই এবং মৌখিক প্রেজেন্টেশনের পর মনোতোষ কুজুরসহ মাত্র ৩০ জন শিক্ষার্থীকে চূড়ান্ত করে স্কলারশিপ প্রদান করা হয়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে সিসিডিবি-এর নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার ক্রেস্ট তুলে দেন। এই গবেষণার বাজেট হিসেবে এমএসসি ও এমফিল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৭৫,০০০–১,৫০,০০০ টাকার বাজেটের মধ্যে রয়েছে।মনোতোষ কুজুরের এই গবেষণা থিসিসটি কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফের তত্ত্বাবধানে বর্তমানে সম্পাদনাধীন।
এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিসিডিবি ক্লাইমেট সেন্টার, গাজীপুরে দুই সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করবেন, যা জলবায়ু এবং গবেষণা পদ্ধতি বিষয়ে হবে। এছাড়া কমিউনিটি ভিত্তিক মাঠ গবেষণা এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ পাবেন, যেখানে তারা শীর্ষ পর্যায়ের জলবায়ু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন। শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনার সহায়তাও পাবেন। প্রোগ্রামের সমাপ্তিতে সকল শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সনদপত্র দেওয়া হবে এবং তারা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারবেন।
স্কলারশিপ পাওয়ার অনুভূতি প্রকাশ করে মনোতোষ কুজুর বলেন, এই স্কলারশিপ আমার জন্য একটি বিশাল প্রেরণা। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ভূক্ত ‘ওরাওঁ ও সাঁওতাল’ গৃহ বাগানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে কতটা সহযোগিতা করে এটা নিয়ে আমার গবেষণা। আমার জলবায়ু গবেষণার স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আন্তর্জাতিক প্রশিক্ষণ, পরামর্শ এবং মাঠ গবেষণা আমাকে আরও দক্ষ করে তুলবে।
প্রসঙ্গত, ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) বাংলাদেশের একটি স্বতন্ত্র উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উন্নয়নমূলক কাজ করে থাকে। সিসিডিবি জার্মান সংস্থা ব্রট ফুর দি ভেল্ট এর অর্থায়নে বিভিন্ন গবেষণা এবং স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করে থাকে।