০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

রুয়েটে ‘মানবতার দেয়াল’: শীতার্ত মানুষের পাশে শিক্ষার্থীরা

রুয়েটের মেইন গেটের পাশে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’  © টিডিসি

রুয়েট শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেইন গেটের পাশে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। এ দেয়ালের উদ্দেশ্য, যাদের কাছে অতিরিক্ত, ব্যবহৃত বা অপ্রয়োজনীয় শীতের কাপড় রয়েছে, তারা এখানে রেখে যেতে পারবেন; আর যাদের প্রয়োজন, তারা বিনা মূল্যে সেসব কাপড় সংগ্রহ করতে পারবেন। শিক্ষার্থীরা মনে করেন, ছোট একটি উদ্যোগও শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাতে পারে, আর সেই বিশ্বাস থেকেই তারা এই প্রয়াস হাতে নিয়েছেন।

চলতি শীতের তীব্রতায় বহু মানুষ প্রতিদিনই ভুগছেন প্রচণ্ড কষ্টে। কোথাও নেই উষ্ণ কাপড়, কোথাও নেই সহায়তার হাত। এমন বাস্তবতা থেকেই রুয়েট ওয়েলফেয়ার ক্লাব-সোপান এবং রাজশাহী শহর পরিষদের (রুয়েট) নেতৃত্বে, রুয়েটের বিভিন্ন ক্লাব ও জেলা সমিতির সহযোগিতায় শুরু হয়েছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, একটি পুরোনো কম্বল, একটি জ্যাকেট কিংবা সামান্য আর্থিক সহায়তাও কোনো অসহায় মানুষের শীতের রাতকে অনেকটাই উষ্ণ ও নিরাপদ করে তুলতে পারে। ফলে শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ সবার কাছ থেকেই এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পাচ্ছে।

এ মানবিক কার্যক্রমে যেকোনো ব্যক্তি শীতবস্ত্র বা আর্থিক অনুদানের মাধ্যমে যুক্ত হতে পারেন। বিকাশ ও নগদে সহযোগিতা পাঠানো যাবে নিম্নোক্ত নম্বরে 01749278539 (রকি, সিভিল ইঞ্জিনিয়ারিং–২০) এবং 01721-271904 (সাজ্জাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং–২০) । সংগঠকদের মতে, শীতের কঠিন সময়ে একটি ছোট সহায়তাও কোনো অসহায় মানুষের জন্য হতে পারে উষ্ণতার বড় উপহার। তাই সবাইকে আহ্বান জানানো হচ্ছে মানবতার এই প্রয়াসে অংশ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এ উদ্যোগকে সফল করতে রুয়েটের অনেক সংগঠন একসঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট, অ্যালায়েন্স অব সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, বগুড়া জেলা সমিতি রুয়েট, রুয়েট ক্যারিয়ার ফোরাম, রুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, রুয়েট আইওটি ক্লাব, রোবোটিক সোসাইটি রুয়েট, রেমিয়ান কমিউনিটি রুয়েট, রুয়েট কম্পিউটিং ক্লাব, রুয়েট ডিবেটিং ক্লাব, বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি, সিরাজগঞ্জ জেলা সমিতি রুয়েট, রুয়েট ম্যাটেরিয়ালস ক্লাব, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ছাত্র সমিতি রুয়েট, সর্বজনীন পূজা উদযাপন পরিষদ রুয়েট এবং বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতি রুয়েট।