চুয়েটে স্থাপত্যবিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পরিবেশবান্ধব স্থাপত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে এ বিষয়ে একটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন সম্মেলনের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক সহকারী অধ্যাপক সজীব পাল, সহযোগী অধ্যাপক নুসরাত জান্নাত, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমিনা তাসনিম, সহযোগী অধ্যাপক কানু কুমার দাস।
এ সময় বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১০টায় র্যালি আয়োজিত হবে। র্যালির পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুইয়া।
আয়োজকরা বলেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ড, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ান ও গবেষকরা এতে অংশ নেবেন।
আয়োজকরা আরও জানান, সম্মেলনে উপস্থাপনের জন্য ১৫০ টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে মৌখিকভাবে ৮০ টি ও পোস্টার প্রদর্শনীর মাধ্যমে ৪০টি গবেষণাপত্র উত্থাপিত হবে। এ ছাড়া ফটোগ্রাফি উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, এ সম্মেলনে স্পন্সর হিসেবে থাকছে নিপ্পন পেইন্ট, বিএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, ডিবিএল, বিআইএফএফএল, স্টেলা-লাক্সারি সেনেটারি ওয়্যার, টেকনো আর্ট সফটওয়্যার ও নেস্টলি।