১৬ মে ২০১৯, ১৬:০৫

ধানের ন্যায্যমূল্যের দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

  © টিডিসি ফটো

ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশনেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, আমাদের দেশে অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি।জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ৮.১৩%। কিন্তু বর্তমান সময়ে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটি মৌসুমে তাদের লোকসান গুনতে হয় এভাবে। তাদের এভাবে চলতে থাকলে দিনেদিনে নিঃশেষ হয়ে যাওয়া উপায় থাকবে না।

শিকদার মাহাবুব জানান, কৃষকদের করের টাকায় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অবিলম্বে কৃষকদের কৃষিপণ্যের সঠিক মূল্য ফিরিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, এবারে কৃষকদের উৎপাদিত ধানের বাজার মূল্য নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ধান উৎপাদনকারী কৃষকরা। ধারাবাহিক গতিতে শ্রমমূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে ধানের দাম বৃদ্ধি পায়নি। ফলে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে কৃষকদের।