পর্যাপ্ত বাসের অভাবে ভোগান্তিতে কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলছে মারাত্মক পরিবহন সংকট। সাড়ে সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে বাস রয়েছে মাত্র ১০টি। ফলে নিত্যপ্রয়োজনীয় কাজে শহরে যেতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন ।
শিক্ষার্থীদের অভিযোগ, বাসের সংখ্যা কম হওয়ায় প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় বাসে উঠতে তীব্র ভিড়ের মুখে পড়তে হয়। অনেক সময় দাঁড়ানোর জায়গাও থাকে না, কেউ কেউ ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে যাতায়াত করেন। ক্লাস শেষে বিকেল ৫টার বাসে সিট পাওয়া শিক্ষার্থীদের জন্য এখন অনেকটা ‘স্বপ্নের মতো’।
শিক্ষার্থীদের দাবি, পর্যাপ্ত বাসের অভাবে বাসে ওঠার জন্য প্রায়ই তীব্র প্রতিযোগিতা করতে হয়। গত ৫ আগস্টের পর ক্যাম্পাস সংস্কারের দাবির সময়ও পরিবহন সংকটের বিষয়টি জোরালোভাবে তোলা হয়েছিল। পরবর্তীতে প্রশাসন থেকে বাসের শিডিউল বাড়ানো হলেও, বাসের সংখ্যা না বাড়ায় সংকট নিরসন সম্ভব হয়নি।
বিইসিএম বিভাগের শিক্ষার্থী জায়েদ করিম বলেন, ‘পর্যাপ্ত বাস না থাকায় সময়মতো আসা-যাওয়া করা যাচ্ছে না। বাসে উপচে পড়া ভিড়ের কারণে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যেতে হয়। একটু দেরি হলে বাসে ওঠা যায় না, শহরে যেতে সিএনজি ভাড়া করতে হয়।’
এ বিষয়ে কুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালি বলেন, ‘বাস সংকটের বিষয়টি আমরা জানি। তবে বর্তমানে বাজেট না থাকায় নতুন বাস কেনার সুযোগ নেই। বিআরটিসির মাধ্যমে বাস ভাড়া করে এই সমস্যা সমাধানের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।’