১৫ অক্টোবর ২০২৫, ২২:৫১

আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটির সাফল্য

আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটির সাফল্য  © সংগৃহীত

চীনের ঝেংঝোতে অনুষ্ঠিত “Formula Student Combustion China 2025”-এ অংশগ্রহণ করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর Formula Student টিম “MIST BLITZ” বাংলাদেশের জন্য এনেছে এক অনন্য গৌরব।

বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে MIST BLITZ অর্জন করেছে “Leading Convoy Award” (সেরা বিদেশি দল) ও “Best Presentation Performance Award”। পাশাপাশি “Business Plan Presentation” ক্যাটাগরিতে ৪র্থ স্থান অর্জন করেছে—যা একটি নবগঠিত দলের জন্য এক অসাধারণ সাফল্য।

২০২৪ সালের এপ্রিলে গঠিত ৩১ সদস্যের দলটি এমআইএসটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করেছে তাদের প্রথম Formula-Style রেস কার “Furiosa 1.0”। গাড়িটি সফলভাবে সকল টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে endurance ট্র্যাকে দুই ল্যাপ সম্পন্ন করেছে—যা এরকম প্রতিযোগিতায় বাংলাদেশি কোন দলের প্রথমবারের মত  অংশগ্রহণ করেই আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক অর্জন।

এমআইএসটি দলের উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজাইন, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য উপকরণ ব্যবহারের সক্ষমতা এবং পেশাদার উপস্থাপনার জন্য বিচারকরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

এ অর্জন সম্পর্কে এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “MIST BLITZ প্রমাণ করেছে যে আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা রাখে।”

৩০০ কেজি ওজনের গাড়িটি চীনে পরিবহনের মতো বড় লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ দূতাবাস (বেইজিং) ও স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করেছে। বর্তমানে MIST BLITZ আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে, যেখানে তাদের লক্ষ্য শীর্ষ দশের মধ্যে অবস্থান অর্জন করা।