১২ অক্টোবর ২০২৫, ২২:৪১
নোবিপ্রবির ৩য় সমাবর্তন ডিসেম্বরে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন আগামী ডিসেম্বর মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রবিবার (১২ অক্টোবর) উপাচার্য সম্মেলন কক্ষে নোবিপ্রবির র্যাঙ্কিং বিষয়ক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবির ৩য় সমাবর্তন আগামী ডিসেম্বরের ১ থেকে ৭ তারিখের মধ্যে হবে বলে আশা করছি। ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে আমরা কত তারিখ হবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবো।
তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রীক ব্যস্ততার কারণে আমরা সম্ভবত প্রধান উপদেষ্টা মহোদয়কে পাবো না। তবে আমরা চেষ্টা করছি একজন নোবেল বিজয়ীকে সমাবর্তন বক্তা হিসেবে আনার জন্য।