দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব ফেয়ার
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব ফেয়ার-২০২৫। আগামী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে এবারের ক্লাব ফেয়ারে অংশগ্রহণ করবে কুয়েটের ২৫টি স্বীকৃত ক্লাব। ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ক্লাবগুলোর জন্য স্টল ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি এম ইকরামুল হক ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন, যাতে অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।
ক্লাব ফেয়ার সম্পর্কে কুয়েট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মহিরুজ্জামান উপল বলেন, ‘ক্লাব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের কাছে তুলে ধরে যে কুয়েটে বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস রয়েছে, যেখানে তারা অংশ নিতে পারে। একইসঙ্গে ক্লাবগুলোও নিজেদের কার্যক্রম শিক্ষার্থীদের কাছে পরিচিত করার সুযোগ পায়। এই ফেয়ারের মাধ্যমে আমরা কেসিসিকে (KUET Career Club) আরও ইউনিকভাবে উপস্থাপন করতে চাই, যাতে নতুন শিক্ষার্থীরা আমাদের সম্পর্কে জানতে পারে এবং যোগ দিতে আগ্রহী হয়।’
তিনি আরও বলেন, ‘অনেক দিন পর এমন একটি বড় আয়োজন হতে যাচ্ছে। প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা—তারা যেন ক্লাবগুলোকে সর্বাত্মক সহযোগিতা করে এবং এমন আয়োজন প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করে।’
ক্লাব ফেয়ারের বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি এম ইকরামুল হক বলেন, ‘এই ফেয়ারের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করা। এগুলো তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে নেতিবাচক প্রভাব পড়েছিল, এই আয়োজনের মাধ্যমে তা দূর হবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে কুয়েটের নতুন দুটি ব্যাচ ২কে২৩ ও ২কে২৪ এর মধ্যকার উৎসাহ ও উদ্দীপনা এই ফেয়ারের মাধ্যমে প্রকাশ পাবে এবং বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক, সৃজনশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশে ফিরে আসবে।’