শাবিতে গোলাপ বন্ধন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি

সংগঠনটির নতুন নেতৃত্বে সৌরভ চক্রবর্তী ও হাবিবা আহমেদ
সংগঠনটির নতুন নেতৃত্বে সৌরভ চক্রবর্তী ও হাবিবা আহমেদ  © টিডিসি ফটো

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গোলাপ বন্ধন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্টের নতুন কমিটি গঠিত হয়েছে। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তীকে সভাপতি ও বাংলা বিভাগের একই বর্ষের হাবিবা আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সদ্য বিদায়ী সভাপতি তাহমিদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রাসেল এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আলী হাসান চৌধুরী সামিয়ান (সমাজকর্ম), অজান্তা দাস (সমাজকর্ম), ফাহমিদা পামি (সমাজকর্ম), কাওছার আহমেদ কাইফ (লোক প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খায়ের দিপু (লোক প্রশাসন), আল আমিন টুটুল (লোক প্রশাসন), মাজেদুল ইসলাম (রসায়ন), সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান সায়েম (নৃবিজ্ঞান), মোহাম্মদ আলবাব মাহমুদ (নৃবিজ্ঞান), অর্থ সম্পাদক মুস্তফা জালাল মহিউদ্দিন রাজ (নৃবিজ্ঞান), সহ-অর্থ সম্পাদক তানিমা চৌধুরী (ব্যবসায় প্রশাসন), দপ্তর সম্পাদক তামান্না বিলকিস (সমাজবিজ্ঞান), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাবনাজ খানম ঝুমা (নৃবিজ্ঞান), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান মিতা (নৃবিজ্ঞান), সমাজকর্ম সম্পাদক বিবেক দাস (লোক প্রশাসন), ক্রীড়া সম্পাদক ফারহাত নোমান চৌধুরী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), সাব্বির আনসারি সানি (ব্যবসায় প্রশাসন) মনোনীত হন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন চাঁদনী চৌধুরী (সমাজকর্ম), বিজয় দাস (সমাজকর্ম), দিপালী দাস (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স), মো. মোসাব্বির আলী (বাংলা), ফারজানা জুলি (পলিটিক্যাল স্টাডিজ), উমামা নাসরিন ইভা (বাংলা), পুলক কান্তি দাস (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স), দেলোয়ার হোসেন শাহেদ (লোক প্রশাসন), জিবান আহমেদ (নৃবিজ্ঞান), শাহ লোকমান চৌধুরী (ইংরেজি), জহুরা জান্নাত নাদিয়া (নৃবিজ্ঞান), সামিয়া খাতুন সানিয়া (ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স), আলমগীর চৌধুরী (পরিসংখ্যান)।


সর্বশেষ সংবাদ