ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন হাবিপ্রবি ছাত্রদল নেতার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘কম্পিউটার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কার্যক্রম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাকিব হোসেনের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।
জানা যায়, প্রাথমিকভাবে ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হবে। প্রতিটি ব্যাচে নির্দিষ্ট একটি টপিক প্রতি সপ্তাহে তিনটি ক্লাসে শেষ করা হবে। সাপ্তাহিক তিন দিনের এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ বিবেচনায় রেখে বন্ধের দিনগুলোতেও সকাল ও বিকাল, দুই শিফটে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দ্রুত কোর্স শেষ করা সম্ভব হয়।
যেসব শিক্ষার্থীর নিজস্ব ল্যাপটপ নেই, তাদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ‘অডিটোরিয়াম–১’ এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
কার্যক্রমটির সাথে যুক্ত হাবিপ্রবি ছাত্রদল নেতা সাকিব হোসেন জানান, ‘হাবিপ্রবি ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব কাজের মধ্যে দিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই সকল ভালো কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিতে। সামনের দিনগুলোতে আরও শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।’