২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাবিপ্রবির ৫২ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

শাবিপ্রবি  © সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলা ও শাহপরান হলে অস্ত্র ও মাদক রাখা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জনকে আজীবন, ১৭ জনকে বিভিন্ন মেয়াদে এবং ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।সম্প্রতি অনুষ্ঠিত ২৩৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হামলায় জড়িত আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খা এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন।

এদিকে আবাসিক হলে অস্ত্র ও মাদকের অভিযোগে ৭ জনকে আজীবন বহিষ্কার করেছে সিন্ডিকেট। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন লোক প্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।

এছাড়াও ১৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে এদের মধ্যে- নৃবিজ্ঞান বিভাগের আকাশ তালুকদারকে ৪ সেমিস্টার, বাংলা বিভাগের নাফিউজ্জামান, পলিটিক্যাল স্ট্যাটিস বিভাগের দুর্জয় সরকার নিলয়, লোকপ্রশাসন বিভাগের মারফ মিয়া ও পিএমই বিভাগের রাউফুন জাহান মিলেনিয়ামকে ৪ সেমিস্টার এবং  সমাজবিজ্ঞান বিভাগের রেজাউল ইসলাম, বাংলা বিভাগের ইসমাইল হোসেন, মনিরুজ্জামান মুন্না ও মো. রাকিবুজ্জামান , বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সৌরভ রয় শ্যাম, পদার্থবিজ্ঞান বিভাগের সজীব চন্দ্র নাথ, ইংরেজি বিভাগের তৈমুর সালেহীন তাউস, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন মিশ,  অর্থনীতি বিভাগের রিদওয়ান হোসাইন ও নৃবিজ্ঞান বিভাগের আসিফুল ইসলামকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এদের মধ্যে- ফরেস্ট্রি বিভাগের মুজাহিদুল ইসলাম সাজ্জাদ, রসায়ন বিভাগের মেহেদী হাসান স্বাধীন, সমাজকর্ম বিভাগের আয়াজ উদ্দিন হালিম ও এম এন রাখায়াত হোসেন নাবিল , ইংরেজি বিভাগের আজিজুল ইসলাম সীমান্ত, বাংলা বিভাগের আইন আক্তার  লিন্জা, লোক প্রশাসন বিভাগের ইমামুল হোসাইন খান, সাইমন আক্তার, সুমন মিয়া ও আমিনুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ  বিভাগের রুবেল মিয়া ও শুভ সাহা, সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আলী ময়েন, শৈশব আহমেদ, নূর মোহাম্মদ শৈশব।