২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বরের মধ্যে হাকসু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

এর আগে, ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা প্রশাসনের টালবাহানার অভিযোগ তুলে নিজেরাই মতবিনিময় সভার আয়োজন করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় গণস্বাক্ষর কর্মসূচি, যেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী নভেম্বরের প্রথম সপ্তাহে হাকসু নির্বাচন আয়োজনের দাবিতে স্বাক্ষর করেন। 

গ২২ সেপ্টেম্বর বিকেল তিনটায় শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করতে প্রশাসনিক ভবনে গেলে আশাব্যঞ্জক বার্তা না পেয়ে সেখানেই অবস্থান শুরু করেন। দফায় দফায় আলোচনা চললেও শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা সোমবার রাতেই সম্ভাব্য রোডম্যাপ প্রকাশের দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন।

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন মাঝরাতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে হাকসু নির্বাচনের প্রস্তুতির রোডম্যাপ প্রকাশ করে।