১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইপিই বিভাগের ‘লিগ্যাসি ১৫’ উদযাপন সম্পন্ন

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের জাদু ছড়িয়ে দেয় জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’  © সৌজন্যে প্রাপ্ত

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অস্ট) শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘লিগ্যাসি ১৫’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনের দায়িত্বে ছিল আইপিই বিভাগের ২৪তম ব্যাচ ‘পরঞ্জয়-২৪’।

উদ্যোগটির প্রথম দিন ১০ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হয় ‘আইপিই ক্যারিয়ার টক’, যেখানে অভিজ্ঞ পেশাজীবীরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।  
পরবর্তী দুই দিন—১১ ও ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার)—অনুষ্ঠিত হয় প্রাইজ গিভিং সেশন, ই-ফুটবল ল্যান টুর্নামেন্ট এবং বহুল আকাঙ্ক্ষিত সাংস্কৃতিক সন্ধ্যা ‘আইপিই রিদম অ্যান্ড রুটস’। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের জাদু ছড়িয়ে দেয় জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’, যা পুরো ক্যাম্পাসে উদ্দীপনা সৃষ্টি করে। 

ছাত্রছাত্রীদের ভাষ্যে, এই আয়োজন শুধুমাত্র আনন্দ-বিনোদনের নয়, বরং এটি আইপিই পরিবারের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের প্রতি অনুপ্রেরণা জুগিয়েছে।