আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে: শিক্ষামন্ত্রী
সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার করেছে। শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে সরকার আন্তরিক রয়েছে।
তিনি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন ২০১৮-২০১৯ অর্থবছরে সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। তারপরও সরকার শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান করেছে। বর্তমানে সরকার বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের পরিমান জিডিপির ৪ শতাংশ করার পরিকল্পনা করেছে সরকার।
মন্ত্রী বলেন, এই সেমিনারের মাধ্যমে উত্থাপিত যৌক্তিক দাবীসমূহ আগামী বাজেটে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, সরকার ‘মিড ডে মিল’ সারা বাংলাদেশের সব স্কুলে চালু করার ব্যবস্থা নিবে। পুষ্টির সাথে মেধার যোগসূত্র রয়েছে। সরকার শিশুর পুষ্টিহীনতা দূর করতে কাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা কোন পণ্য নয়। শিক্ষা নিয়ে কোন বাণিজ্য কাম্য নয়। শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্দি করার পাশাপাশি বাজেটের যথাযথ ব্যবহার মনিটরিং করা জরুরি।