সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা, বেরোবিসাসের মানববন্ধন
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ০৫:৫৮ PM , আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৫:৫৮ PM
দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্নতরী এগ্রো সার্ভিস লিমিটেডের গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা অন্তরের নেতৃতে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ডিবিসি নিউজের রংপুর ব্যুরো চীফ নাজমুল ইসলাম নিশাত, বার্তা২৪.কমের রংপুর স্টাফ কারেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন মহসীন আলীর উপর হামলা, ক্যামেরা ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোষীদের গ্রেফতার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা।
বেরোবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুলের সঞ্চালনায় এবং সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, বেরোবি ডিবেট ফোরামের সভাপতি এইচ এম আব্দুল কাদের, বেরোবিসাসের কোষাধ্যক্ষ এস এম আল-আমিন, দপ্তর সম্পাদক ইসমাইল রিফাত ও রাব্বী হাসান সবুজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। দেশে সাংবাদিকের উপর হামলা, লাঞ্চলার এ ঘটনা নতুন কিছু নয়। অতিতে দোষীদের শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের অপরাধ বেড়েই চলছে। আর এভাবেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে মারধর বা হামলার শিকার হচ্ছেন। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা হল রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। তারা জনগণের জন্য কাজ করেন। তাদের উপর হামলা খুবই দুঃখজনক। তারা যে দলেরই হোক না কেন ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় সরকারের কাছে হামলাকারীদের বিচারের দাবিও জানান বক্তারা।