২৮ আগস্ট ২০২৫, ০৭:৩২

প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী শাহরিয়ার নাজিম বলেন, ‌প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনো যৌক্তিকতা নেই।'

তিনি আরও বলেন, ‌‌‌আজ দুপুরে বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমনে এ ধরনের দমননীতি গ্রহণযোগ্য নয়। আমরা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাশে আছি। ন্যায়সংগত আন্দোলনে বাধা দেওয়া মানে দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া।

আরও পড়ুন: ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ‘অ্যাসিড টেস্ট’ ডাকসু নির্বাচন

এসময় শিক্ষার্থীরা পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মেহেদী হাসান উজ্জল, সৌরভ খান, ফাহিম মুনতাসির প্রমুখ।