নিরাপদ ক্যাম্পাসের দাবি যবিপ্রবি শিক্ষার্থীদের
মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হল- ২০ আগস্ট মধ্যরাতে সংগঠিত ঘটনা তদন্ত করে আগামী দশ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; মাদকসেবনে বাধা দেওয়ায় হুমকি প্রদানকারী, হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের ডোপ টেস্ট করাতে হবে এবং ডোপ টেস্ট পজিটিভ হলে হলের সিট বাতিল করতে হবে; বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের আবাসিক শিক্ষার্থীদের প্রতি ছয়মাস পরপর ডোপ টেস্ট করাতে হবে ও কোন শিক্ষার্থীর ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হলে ঐ শিক্ষার্থীর হলের সিট বাতিল করতে হবে; এক শিক্ষার্থীর চুরি হওয়া ল্যাপটপ দ্রুত সময়ে উদ্ধার করতে হবে ও হলের সার্বিক নিরাপত্তা বাড়াতে প্রতি ফ্লোরে অবশ্যই সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সকল হলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে উক্ত দাবীসমূহ আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত ২০আগস্ট মধ্যরাতে যবিপ্রবি মুন্সী মেহেরুল্লাহ হলে একটি কুচক্রী মহল মাদককে বৈধতা দেওয়ার চেষ্টা, মব তৈরি, গালিগালাজ, ভাঙচুর ও শিক্ষার্থীর ওপর হামলার মতো কর্মকাণ্ড চালায়। এছাড়াও মাদকবিরোধী শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ট্যাগিং করে হুমকি দেওয়া হয়েছে যা আমাদের বিগত ১৫ বছরের ফ্যাসিস্টের দুঃশাসন ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের বৈধতা তৈরির হীন কৌশলকে স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং হল নিরাপদ, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলন থেকে ও মাদকমুক্ত, নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব হল নিশ্চিতে যবিপ্রবি প্রশাসন ও হল প্রশাসনের নিকট আমাদের পাঁচ দফা দাবি ঘোষণা করেছি। মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।