শুধু টাকা থাকলে চলবে না, মানুষকে হৃদয়ের চর্চা করতে হবে
জগতে মানবিক শিক্ষা খুব দরকার। সব জায়গায় মানবিক শিক্ষা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ‘নবযাত্রায় উল্লাসে আজ আলোর দুয়ার খোলো’ এই স্লোগানে বুয়েটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লি. আয়োজিত বর্ষবরণ ১৪২৬ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রোববার রাতে রাজধানীর বসুন্ধরার কনভেনশন সিটির ৩নং হলে এ আয়োজন করা হয়।
অধ্যাপক সায়ীদ বলেন, ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট হলেও মানবিক শিক্ষার প্রয়োজন আছে। যদিও আর্কিটেক্টরা মানবিক। তিনি বলেন, মানুষের হৃদয়ের চর্চা করা দরকার। মানুষ যত টাকার মালিকই হোক না কেন হৃদয়ের চর্চা না করলে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া যায় না, মানুষের জীবনে চরম মুহূর্তও আসে। কিছু কিছু মানুষ আছে লোহার চেয়েও শক্ত, পিটালেও কিছু করা যায় না। আপনারা প্রকৌশলীরা) হচ্ছেন সেই লোক।
এর আগে বৈশাখের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে নাগরদোলা, চরকি, বেলুন, শুটিং, কাঁচের চুড়িসহ অনেক কিছুর সমাহার ছিল শিশুদের জন্য।
এছাড়া বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মনোমুগ্ধকর বাউল, দেশাত্মবোধক, ভাওয়াইয়া, সিনেমা ও আধুনিক ও ফোক গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। সেই সঙ্গে অতিথি শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের তালে তাল মিলিয়ে আনন্দ উপভোগ করেন আগতরা।
প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রকৌশলী আবুল হায়াত, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ, মো. আজাদুল হক ও স্থপতি ফারহানা শারমিন ইমু প্রমুখ।