০৮ আগস্ট ২০২৫, ১২:০৪

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে মোক্তার-খায়রুল

মোক্তার হোসাইন ও মো. ইফতে খায়রুল ইসলাম ইফতি  © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোক্তার হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইফতে খায়রুল ইসলাম ইফতি।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১০টায় সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি মইনুদ্দিন খান সিফাত, হাসিদিল ইসলাম মেহেদি, শেখ মারুফুল ইসলাম, মেহেদি হাসান মিঠু, নাজমুল হক, বাকিরুল ইসলাম, আরিফুজ্জামান ফয়সাল, মো. বাপ্পারাজ আহমেদ রাশেদ, সোহেল রানা সামি, আবু বকর সিদ্দিক, জেসিকা মেহজাবীন হক প্রিয়া, মাবিয়া সুলতানা আখি, হামিদুল ইসলাম, মো. মাসুম, নুপুর রায় দীপা, জিয়ারুল ইসলাম রানা, মো. আশরাফুল ইসলাম, শাহারিয়ার রহমান সাবির, নাহিদুল ইসলাম নাহিদ, শাহরিয়ার রহমান, সূচনা মিশ্র ও আল আরাফাত।

যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মিহরাব হোসাইন শাওন, রিপন মিয়া, মো. মনিরুল ইসলাম আরাফাত, অনন্ত দেবনাথ, ইয়াসিন মৃধা, মো. পলাশ মিয়া, নাসিরুল ইসলাম, তৃণা রানী দাস, খাদিজা ইসলাম, মোদাচ্ছের হোসেন তুর্য ও ইমুন সুলতানা বিথী।

সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, মো. আরমান মিয়া, মো. মিজান, মো. নাঈম হোসেন, রাশেদুজ্জামান নূর, জান্নাতুল আদনিন, মাইমুনা শাহরিয়ার শাম্মী, নীলাঞ্জনা সরকার ও তানজিনা আক্তার তৃষা।

আরও পড়ুন: ৩৩ বছরেই রাষ্ট্রদূত, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত্র নাজমুল

প্রচার সম্পাদক মো. রাকিবুল হাসান, উপ-প্রচার সম্পাদক মো. রিপন হোসাইন, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান মাহিম, উপ-দপ্তর সম্পাদক হাসিবুর রহমান আফিফ, ছাত্রীবিষয়ক সম্পাদক জারিন রুশনি রহমান, অর্থ সম্পাদক শাহারুল ইসলাম শান্ত, উপ-অর্থ সম্পাদক তানভির মো. সিয়াম, আপ্যায়ন সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অন্বেষা চক্রবর্তী, উপ-সাংস্কৃতিক সম্পাদক রাইসা আহমেদ, ক্রীড়া সম্পাদক সামিও আহমদ ধ্রুব, উপ-ক্রীড়া সম্পাদক এম নাহিদ হাসান, শেখ নিপা জাহান, আইন সম্পাদক মো. রাকিবুল আবেদীন উদয়, উপ-আইন সম্পাদক জান্নাতুল ফেরদাউস, ধর্ম সম্পাদক সুমন হোসেন, উপ-ধর্ম সম্পাদক আদ্রিত সরকার।

সদস্য লামিয়া ফারহানা ইকরা, শেখ মুসফিক আহমেদ অপূর্ব, মাহবুবা আফরিন মৌ, আরিফুল ইসলাম, মো. ইকবাল হোসেন, হরিশংকর বিন্দ আবির, উম্মে হাবিবা বিনতে আশরাফ (উমি), মৌমিতা রহমান, সাজিয়া শারমিন নীলা, মালিহা জান্নাত মৌমিতা, শারমিন সুলতানা, জেরিন আক্তার জুথী।

নবনির্বাচিত সভাপতি মোক্তার হোসাইন বলেন, ‘গোবিপ্রবি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমিতি—এই সংগঠনটা আমার আবেগের জায়গা। এখানে সিনিয়র, জুনিয়র, ব্যাচমেটদের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ব তৈরি হয়। অভিভাবকসম শিক্ষকদের দিকনির্দেশনায় এবং সবার সহযোগিতায় এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।’